Sylhet Today 24 PRINT

৪ দিন পর সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ শুরু

মাধবপুর প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে ব্রিজ দেবে যাওয়ার কারণে ৪ দিন ট্রেন চলাচল বন্ধ থাকার পর আজ থেকে শুরু হয়েছে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে ব্রিজটির মেরামত কাজ শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাইফুল ইসলাম ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার থেকে ব্রিজটি মেরামতের কাজ শুরু হয়। চারদিন ধরে দেড় শতাধিক শ্রমিক কাজ করে ব্রিজটি মেরামত করেন। সোমবার দুপুরে এই কাজ শেষ হলে আবার শুরু হয় ট্রেন চলাচল।

এর আগে শনিবার (১ এপ্রিল) রাত থেকে মাধবপুর থেকে বিকল্প উপায়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ চালু হয়েছিল। সিলেট থেকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া স্টেশন পর্যন্ত এবং একই উপজেলার মনতলা থেকে ঢাকা-চট্টগ্রাম পর্যন্ত পৃথক ট্রেন আসা-যাওয়া শুরু করে।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) পাহাড়ি ঢলে মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকার ৫৬নং ব্রিজের একটি পিলার ধ্বসে পড়ে। এতে দেবে যায় ব্রিজটি। এরপর থেকে সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.