Sylhet Today 24 PRINT

২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত সিলেটে, ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০১৭

গত ২৪ ঘন্টায় দেশে সবচেয়ে বৃষ্টিপাত হয়েছে সিলেটে। সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও বজ্র ও শিলাবৃষ্টিসহ ঝড় অব্যাহত থাকবে।

সোমবার (৩ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল রোববার সকাল ছয়টা থেকে আজ সোমবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেট জেলায়। এ ছাড়া নেত্রকোনায় ৩৪ ও রাজশাহীর তাড়াশে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বজ্র-শিলাবৃষ্টিসহ ঝড়ের আশঙ্কা রয়েছে।

আরও বলা হয়, উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। বাতাসের চাপও বেশি। তাই প্রচণ্ড ঢেউ ও ঝড়ো হাওয়া বইছে। এই ঢেউ ও ঝড়ো হাওয়া উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশ উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.