Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে শেষ মুহূর্তে সরে দাঁড়ালেন ৩ মেয়র প্রার্থী

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০৫ এপ্রিল, ২০১৭

বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো বুধবার। বৃহস্পতিবার বৈধ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এরপরেই প্রতীক নিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারে নামবেন প্রার্থীরা।

মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৩ মেয়র ১৩ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। প্রত্যাহারকারীরা প্রার্থীরা  হলেন, আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী  জাকির হোসেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী মাসুক আহমদ, জমিয়তের মেয়র প্রার্থী মাওলানা শামীম আহমদ ।

প্রত্যাহারকারীরা সাধারণ কাউন্সিলর প্রার্থীরা হলেন, ১ নং ওয়ার্ডে জুবের আহমদ, ৩ নং ওয়ার্ডে বাবুল আক্তার,  ৪নং ওয়ার্ডে আব্দুল বসির, ৫ নং ওয়ার্ডে মো: জানে আলম, ফারুক আহমদ, জহিরুল হক রাজু,  ৭ নং ওয়ার্ডে আব্দুস সালাম, মো: জাকির হোসেন, মাসুক উদ্দিন, মো: লৎফুর রহমান খান, মো: আক্তারুজ্জামান, আতিকুর রহমান, ৮ নং ওয়ার্ডে  আলী হোসেন। রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন বলেন, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে  ৩ মেয়র ও ১৩ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।

উল্লেখ্য , গত ২৭মার্চ রিটার্নিং কর্মকর্তারা কর্মকর্তার কার্যালয়ে নির্বাচনে প্রতিদ্বন্ধিতার জন্য মেয়র পদে ১১জন, সাধারণ ওয়ার্ডের কাউন্সিলার পদে ৮১জন ও মহিলা কাউন্সিলার পদে ৮জন প্রার্থী মিলিয়ে মোট ১শ’জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.