Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক কৃষকের প্রতিবাদ সভা

বিশেষ বরাদ্দে অনিয়মের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি |  ১৩ মে, ২০১৭

সরকারের বিশেষ বরাদ্দ না পেয়ে প্রতিবাদ সভা করেছেন অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের বিশ্বনাথের আমতৈল গ্রামের ৩ শতাধিক কৃষক।

শুক্রবার (১২ মে) রাতে রামাপাশা ইউনিয়নের আমতৈল মাছ বাজারে প্রকৃত কৃষকদের বাদ দিয়ে অকৃষক ও বিত্তবানদের সরকারি বিশেষ বরাদ্দ দেওয়ার প্রতিবাদ এ সভা করেন গ্রামের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বাসিন্দারা।

ওই তিন ওয়ার্ডের বরাদ্দ প্রাপ্ত ১২০ জনের মধ্যে ৮০ জনই অকৃষক দাবি করে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, অতি দরিদ্র কৃষকদের বদলে রামাপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর ও প্যানেল চেয়ারম্যান আবুল কাশেমের অনুসারী অকৃষক ও বিত্তবানদের ওই বরাদ্দ দেওয়া হয়েছে। জরুরী ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রকৃত কৃষকদের বরাদ্দ দেওয়া না হলে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে বলেও হুশিয়ারি দেন বক্তারা।

প্রবীণ মুরব্বী মোল্লা আমিরুল হকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন আব্দুল গফুর, হুমায়ুন আহমদ, বুরহান উদ্দিন, আব্দুল মালিক, আব্দুল মুহিত, আখলুছ মিয়া, মংলা মিয়া, শায়েখ মিয়া, আরব আলী, মনির উদ্দিন, ফজলুল হক, জিয়া উদ্দিন, নুরুল আমিন, শায়েখ মিয়া, আব্দুর রশিদ ও জুনেদ আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.