Sylhet Today 24 PRINT

জাফলংয়ে ৭টি শ্যালো মেশিন ধ্বংস, গর্ত ভরাটে এক সপ্তাহের আল্টিমেটাম

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৬ মে, ২০১৭

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে মন্দিরের জুম এলাকায় অবৈধভাবে পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৭টি শ্যালো মেশিনে অগ্নি সংযোগ করে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি অবৈধ পন্থায় পাথর উত্তোলনের ফলে সৃষ্ট গর্ত ভরাটের জন্য গর্ত মালিকদেরকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক সপ্তাহের আল্টিমেটাম দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের নেতৃতে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়।

একই সাথে উপজেলা ভূমি প্রশাসনের পক্ষ থেকে পাথর উত্তোলনের সাথে জড়িত ১২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করার জন্য পরিবেশ অধিদপ্তরের বরাবরে সুপারিশ পত্র পাঠানো হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিদর্শক আবুল মনসুর সহ থানার পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেটের জাফলংয়ে পান সুপারী বাগান ধ্বংস করে চলছে অবৈধ পন্থায় পাথর উত্তোলনের মহোৎসব। এই ধ্বংসযজ্ঞের হাত থেকে পরিবেশ রক্ষার্থে উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.