Sylhet Today 24 PRINT

ছাত্র ইউনিয়নই মিছিলে হামলার চেষ্টা করে, দাবি ইশা ছাত্র আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মে, ২০১৭

ছাত্র ইউনিয়নের মিছিলে কোনো হামলা হয়নি দাবি করে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের নেতারা জানিয়েছেন, সেদিন ছাত্র ইউনিয়নের মিছিল থেকে উল্টো তাদের মিছিলে হামলার চেষ্টা করা হয়েছিলো। এসময় নিজেরা আত্মরক্ষার জন্য ছাত্র ইউনিয়নকে ধাওয়া করেন বলে জানান ইশা ছাত্র আন্দোলনের নেতারা।

সোমবার ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন দাবি করা হয়।

গত শনিবার বিকেলে সুপ্রীম কোর্টের ভাস্কর্য অপসারণ ইস্যুতে পাল্টপাল্টি মিছিল করে ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদ এবং ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগর শাখা। নগরীর জিন্দাবাজার এলাকায় দুই পক্ষ মুখোমুখি হলে ছাত্র ইউনিয়নের মিছিলে হামলা চালানো হয় বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

ইশা ছাত্র আন্দোলনের সিলেট মহানগর শাখার সভাপতি শিহাব উদ্দিনের বক্তব্য যুক্ত করে শনিবার সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকম-এও সংবাদ প্রকাশিত হয়। এতে শিহাব উদ্দিন বলেন, 'আমরা বামদের উদ্ধতপূর্ণ আচরণের প্রতিবাদে মিছিল করছিলাম। এসময় বিপরীত পাশ থেকে ছাত্র ইউনিয়নের একটি মিছিল আসে। তারা সংখ্যায় কম ছিলো ও আমরা বেশি ছিলাম। আমরা তাদের সড়কের একটি পাশ নিয়ে যাওয়ার অনুরোধ করলে তারা শোনেনি। এতে আমাদের কিছু নেতাকর্মী 'সেন্টিমেন্টাল' হয়ে পড়ে ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ছাত্র ইউনিয়নের সদস্যরা ব্যানার নিয়ে পালিয়ে যায়।'

তবে সোমবার গণমাধ্যমে প্রেরিত হামলার সংবাদের প্রতিবাদ জানিয়ে শিহাব উদ্দিন বলেন, 'গত ২৭ মে মূর্তি ইস্যুতে বামদের ঔদ্বত্যপূর্ণ আচরণের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে সিলেট কোর্ট পয়েন্ট থেকে মিছিলসহকারে সিলেট চৌহাট্টাস্থ আল হামরা শপিং মলের সামনে পৌছলে তখন বিপরীত দিক থেকে মূর্তি রক্ষার্থে মিছিল নিয়ে আসা ছাত্র ইউনিয়নের মিছিল থেকে সাম্প্রদায়িক উস্কানীমূলক নানা স্লোগান দিয়ে ইশা ছাত্র আন্দোলনের মিছিলে হামলা করার চেষ্টা করলে আমাদের মিছিলের সামনে সেচ্ছাসেবকের দায়িত্বে থাকা ৫-৬ জন কর্মীদের সাথে ধাক্কা-ধাক্কি শুরু করলে আমাদের কর্মীরা আত্মরক্ষামূলক ধাওয়া করলে ছাত্র ইউনিয়নের মিছিলকারীরা ব্যানার ফেলে দৌড়ে পালিয়ে যায়। এখানে কারও উপর হামলা করা হয়নি।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.