Sylhet Today 24 PRINT

সিলেটে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা আসছে আজ

সিলেটটুডে ডেস্ক  |  ৩১ মে, ২০১৭

সিলেটবাসীর দীর্ঘদিনের স্বপ্নের দাবি ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়' স্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা আসছে আজ।

বুধবার (৩১ মে) দুপুর ২টায় অর্থ মন্ত্রণালয়ের ৩৩১ নং কনফারেন্স হলে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সিলেট-১ আসনের সংসদ সদস্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।

অর্থমন্ত্রীর ব্যক্তিগত সহকারি জাবেদ সিরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি জানিয়ে আসছেন সিলেটবাসী। এর আগে মদন মোহন কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার সময় প্রধামন্ত্রী শেখ হাসিনা শিগগিরই সিলেটবাসীকে মেডিকেল বিশ্ববিদ্যালয় উপহার দেওয়ার আশ্বাস দিয়েছিলেন।

সম্প্রতি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সহোদর ও জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একে আবদুল মোমেন সংবাদ সম্মেলন করে জানান, স্বতন্ত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় পেতে যাচ্ছে সিলেটবাসী।

তবে বিশ্ববিদ্যালয় স্থাপনের জায়গা এখনো নির্ধারণ হয়নি। আনুষ্ঠানিক ঘোষণার পর জমি অধিগ্রহণের কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.