Sylhet Today 24 PRINT

গোয়ালাবাজার মহিলা কলেজ জাতীয়করণ কার্যক্রমে ৩ মাসের স্থগিতাদেশ

ওসমানীনগর প্রতিনিধি |  ০১ জুন, ২০১৭

সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সাথে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের পরিবর্তে কেন তাজপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হবে না এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেছেন  হাইকোর্ট।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত উপজেলার প্রাচীনতম উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান তাজপুর ডিগ্রি কলেজকে পাশ কাটিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত নতুন শিক্ষা প্রতিষ্ঠান গোয়ালাবাজার আদর্শ মহিলা কলেজকে জাতীয়করণের তালিকাভুক্ত করায় তাজপুর কলেজের শিক্ষক কর্মচারীদের পক্ষে গত ২৮মে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনু মিয়া হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন। রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোট ডিভিশনের বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও একেএম জহিরুল হকের যৌথ ব্যঞ্চ গত ৩১মে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজ জাতীয়করণ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিতাদেশের রায় প্রদান করেন।

একই সাথে গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রি কলেজের পরিবর্তে কেন তাজপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণ করা হবেনা এই মর্মে সরকারের প্রতি রুল জারি করেন।

রিট পিটিশনকারী তাজপুর ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মনু মিয়া বলেন, মহামান্য হাইকোর্টে রিট পিটিশনের প্রেক্ষিতে সরকারের প্রতি রুল জারি সহ গোয়ালাবাজার মহিলা কলেজ জাতীয়করণের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.