Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের মাদ্রাসা ছাত্র হত্যার আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ জুন, ২০১৭

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে জয়দা গ্রামের টিটু মিয়ার ছেলে স্থানীয় মাদ্রাসা ছাত্র মাহফুজুর রহমান সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি আব্দুল বাতেন (৩২) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত বাতেন জগন্নাথপুর উপজেলার জয়দা গ্রামের আব্দুর রহমান ওরফে করম আলীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দিন জানান, আসামিকে শনিবার (১৭ জুন) সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে মাহফুজুর রহমান সোহাগ (১৬)  নামের এক মাদ্রাসা ছাত্রের গলা কাটা ক্ষত-বিক্ষত লাশ হাওর থেকে উদ্ধার করে পুলিশ। পরদিন ১৫ ফেব্রুয়ারি নিহত সোহাগের বাবা জগন্নাথপুর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন। এরপর পুলিশ প্রযুক্তি ব্যবহার করে গ্রেপ্তার করে একই এলাকার নাজমুল ও রাজুকে। তাদের জবানবন্দি অনুযায়ী উদ্ধার করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা। গ্রেপ্তারকৃতরা জানায়, ওই দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছিল মাদ্রাসা ছাত্র সোহাগকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.