Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে অনুমতিবিহীন সকল প্রচারণাবোর্ড সরানোর নির্দেশনা

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুলাই, ২০১৭

পৌরসভা কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত সাঁটানো সকল ব্যানার, ফেস্টুন, তোরণ , বিলবোর্ডসহ প্রচারমূলক সকল বোর্ড সরিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে হবিগঞ্জ পৌরসভা। সংশ্লিষ্ট সকলকে আগামি ১০ জুলাইয়ের মধ্যে তা সরিয়ে ফেলতে পৌরসভার পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের সংশ্লিষ্ট বিধান পৌরসভা আদর্শকর তফসিল ২০১৪-এর ৭ নং বিধি অনুযায়ী এবং পৌরপরিষদের গত ২৫ মে’র সিদ্ধান্ত অনুযায়ী সরকারী ও বেসরকারি জমি বা ভবনের উপর স্থাপিত বা সাঁটিয়ে দেয়া প্রচারণা যেমন ব্যানার, ফেস্টুন, তোরণ, বিলবোর্ড ইত্যাদি ইতিপূর্বে পৌরসভার পক্ষ হতে ইতিপূর্বে অপসারণ করা হয়। বর্তমানে বিজ্ঞপ্তির মাধ্যমে আগামী ১০ জুলাই পর্যন্ত পৌরসভার অনুমতি ব্যতিরেকে সকল প্রকার ব্যানার ফেস্টুন, তোরণ, বিলবোর্ডসহ প্রচারমূলক অন্যান্য বোর্ড নিজ দায়িত্বে সরিয়ে ফেলার জন্য বলা হয়।

১১ জুলাই হতে এসকল প্রচারণা সামগ্রী পৌরসভার পক্ষ হতে অপসারণ করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.