Sylhet Today 24 PRINT

পর্যাপ্ত ত্রাণ আছে, সিলেটের জেলা প্রশাসক

ওসমানীনগর প্রতিনিধি |  ০৫ জুলাই, ২০১৭

সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার বলেছেন, সরকার বন্যার্তদের জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বরাদ্দ দিয়েছে। বন্যার্ত একটি মানুষও না খেয়ে থাকবে না।

বুধবার (৫ জুলাই) বিকেলে ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউপির বন্যাকবলিত ভল্লবপুর গ্রাম পরিদর্শনকালে এ কথা বলেন।

তিনি সবাইকে আশ্বস্ত করেন আজ নতুন করে ওসমানীনগর উপজেলার জন্য ২৪ মেট্রিক চাল এবং নগদ ৩০হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসময় তিনি ভল্লবপুরের বন্যাকবলিত লোকদের মধ্যে তাৎক্ষণিক নগদ টাকা ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট এবং ৫টি হাইজেনিক কীট বিতরণ করেন।

পরিদর্শনকালে আরও ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের সিলেটের উপ-পরিচালক দেবজিৎ সিনহা, ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। অন্যান্যের মধ্যে ছিলেন, এসআই মহিবুর রহমান পশ্চিম পৈলনপুর ইউপির ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আবদুর রব, ইউপি সদস্য বশির মিয়া, সাহেন মিয়া, সাংবাদিক আনোয়ার হোসেন আনা, আবদুল মতিনসহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.