Sylhet Today 24 PRINT

‘লালে লাল- বাবা শাহজালাল’

নিজস্ব প্রতিবেদক |  ২১ জুলাই, ২০১৭

প্রায় ৭০০ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার সিলেটে ‘লাকড়ি তোড়া’ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের ৬৯৮ তম বার্ষিক ওরস উপলক্ষে প্রতিবছরই এই ওরস হয়ে আসছে।

 



কথিত আছে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল (রহ.) জীবদ্দশা থেকে এভাবে লাকড়ি সংগ্রহ করা হতো। শুক্রবার এই উৎসবে অংশ নেন কয়েক হাজার মানুষ। জুমার নামাজের পরই তারা  শহরতলির লাক্কাতোড়া ও মালনিছড়া চা বাগানের টিলা থেকে লাকড়ি সংগ্রহ করে দরগাহে ফিরে আসেন। এই উৎসবে বিভিন্ন ধর্মের মানুষকেও অংশ নিতে দেখা যায়।

উৎসবে অংশ নেয়া পরিবেশ আন্দোলনের কর্মী আব্দুল করিম কিম বলেন, "এটা কেবল ধর্মীয় আয়োজন নয়, এটা লৌকিক আয়োজন। সব ধর্মের মানুষই এতে অংশ নেন। সবাই বাবা শাহজালালের ভক্ত।"

ওরসের শিরনিতে ব্যবহৃত কাঠ সংগ্রহের ওই উৎসবকে লাকড়ি তোড়ার উৎসব বলা হয়ে থাকে।  জনশ্রুতি আছে ৭০৩ হিজরির এই দিনে হজরত শাহজালাল (রহ.) তার সঙ্গীদের নিয়ে জোহরের নামাজ আদায় শেষে কুড়াল হাতে পাহাড়-টিলাবেষ্টিত (বর্তমান লাক্কাতুরা চা-বাগানের নির্ধারিত টিলা) উত্তর প্রান্তের গভীর জঙ্গলের দিকে যেতে থাকেন। সঙ্গীরা তাকে অনুসরণ করতে থাকেন। তিনি নিজ হাতে লাকড়ি সংগ্রহ করেন। পরে সেই জায়গার নাম হয় লাকড়ি তোড়ার (ভাঙা) টিলা। যা বর্তমানে লাক্কাতোড়া চা-বাগান নামেই প্রসিদ্ধ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.