Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে দু’গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ

বিয়ানীবাজার প্রতিনিধি  |  ২২ জুলাই, ২০১৭

বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের সৈয়দ নবীব আলী কলেজে দুই ছাত্রের মধ্যে কথা কাটাকাটির জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সৃষ্ট সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার (২২ জুলাই) উপজেলার আলীনগর ও টিকরপাড়া কাউদিয়া গ্রামের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা যায়, টিকরপাড়ার কাউদিয়া গ্রামের খায়রুল বারির ছেলে সজিব তার কয়েকজন বহিরাগত বন্ধুবান্ধব নিয়ে নবীব আলী কলেজে গেলে আলীনগরের ওয়াজিদ আলীর ছেলে এলিমের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে এ কথা কাটাকাটি দুই জনের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়।

পরে এলিম টিকরপাড়ার কাউদিয়া গ্রামে সজিবের দোকানের সামনে যাওয়া মাত্র তাকে আটকে রাখে সজিব। এলিমকে আটকে রাখার খবর জানাজানি হলে সাদ, কবিরের নেতৃত্বে আলীনগর গ্রামের ২৫/৩০ লোকের একটি দল টিকরপাড়া কাউদিয়ায় এলে দুই গ্রামবাসীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় তাদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

এ সময় সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের ২ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে চারখাই পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন বলেন, ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে এমন ঘটনা ঘটেছে; এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, দুই পক্ষের সংঘর্ষ ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.