Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বন্যা দুর্গতদের মাঝে তরুণদের ত্রাণ বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০১৭

বন্যা দুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের তরুণেরা।

রোববার (২৩ জুলাই) নিজেদের অর্থায়নে রাজনগর ও বড়লেখা উপজেলার ২৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন এ তরুণেরা।

এ আয়োজনের অন্যতম উদ্যোক্তা জাহেদ আহমদ চৌধুরী জানান, প্রায় ১৫ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিলো ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ কেজি চিড়া ১ কেজি মুড়ি, ১ কেজি লবণ, ১ কেজি গুড়, ১ কেজি টোস্ট বিস্কুট ও ১টি করে  ডেটল সাবান।

রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পাকশাইল, কাজিরবন, দক্ষিণ ছালিয়া ও মুদতপুর গ্রামের ১০০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলামসহ উদ্যোক্তরা।

এদিকে বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সহযোগিতায় বর্ণি, জবড়ি ও শ্রীরামপুর গ্রামে ১৫০টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রায় তিন মাস ধরে বন্যায় মারাত্মক দুর্ভোগে আছেন মৌলভীবাজার জেলার ৩ থেকে ৪ লাখ দুর্গত মানুষ। সরেজমিনে বন্যার্ত মানুষের অসহায়ত্ব দেখে এসে তাঁদের সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৫ ব্যাচের তরুণেরা।    

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.