Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে পাশের হার ৭৭.৩৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩ জন

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৩ জুলাই, ২০১৭

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় এইচএসসিতে পাশের হার ৭৭.৭৩%, জিপিএ-৫ পেয়েছে ৩ শিক্ষার্থী।

উপজেলায় ১ হাজার ৭২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ৩৪৭ জন। মোট পাসের হার ৭৭.৭৩ শতাংশ।

এর মধ্যে নবীগঞ্জ বিশ্ববিদ্যালয় ডিগ্রী কলেজে অংশ নেয়া ৬৩৫ জন শিক্ষার্থীর মধ্যে ৪৮৬ জন কৃতকার্য হয়েছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২ জন।

ইনাতগঞ্জ ডিগ্রী কলেজে ৩২৯ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৭৪ জন পাশ করেছে। দিনারপুর কলেজ ১৬৫ জন শিক্ষার্থীরা অংশ নিয়ে ১৩৮ জন পাশ করেছে।

কৃর্তি নারায়ন কলেজে ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫৬ জনই কৃতকার্য হয়। শতভাগ পাশের গৌরব অর্জন করে এই কলেজ।

এসএনপি কলেজ ৩৫ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৭ জন পাশ করে। আউশকান্দি র.প স্কুল এন্ড কলেজের ২২০ জন শিক্ষার্থীদের মধ্যে ১২৯ জন পাশ করেছে। রাগীব রাবেয়া কলেজ থেকে ২৮৩ পরীক্ষার্থীদের মধ্যে ১টি জিপিএ-৫ সহ ২৩৭ জন কৃতকার্য হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.