Sylhet Today 24 PRINT

বড়লেখায় ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

বড়লেখা প্রতিনিধি  |  ২৪ জুলাই, ২০১৭

“স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এ স্লোগানে মৌলভীবাজারের বড়লেখায় তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

রবিবার (২৩ জুলাই) উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়নে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কৃষি কর্মকর্তা কুতুব উদ্দিন। এতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশরাফুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হুইপ মো. শাহাব উদ্দিন এমপি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. প্রণয় কুমার দে, সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাছনা, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ প্রমুখ।

আলোচনা সভা শেষে উপজেলা চত্ত্বর এলাকায় র‌্যালী অনুষ্ঠিত হয়। পরে অতিথিবৃন্দ মেলার স্টল পরিদর্শন করেন। মেলায় ১০টি স্টল অংশ গ্রহণ করেছে। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও কৃষক পর্যায়ে ৫০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.