Sylhet Today 24 PRINT

ভেদাভেদ ভুলে ছাত্রলীগকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : সিদ্দিক আহমদ

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৪ জুলাই, ২০১৭

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি সিদ্দিক আহমদ বলেছান, স্বাধীনতার প্রতীক নৌকার পক্ষে সকল ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। নৌকা হচ্ছে উন্নয়ন ও শান্তির প্রতীক। উন্নয়ন ও শান্তির জন্য নৌকার বিকল্প নেই। সরকারের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে নৌকা ও দেশবিরোধী শক্তি তৎপর রয়েছে। ছাত্রলীগ তাদেরকে প্রতিহত করতে হবে।

রোববার(২৩ জুলাই) দুপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দলীয় কার্য্যালয়ে অনুষ্টিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সভাপতি সাফরোজ ইসলাম মুন্না।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, সহ-সভাপতি হাজী আব্দুল কাইয়ূম মশাহিদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-প্রচার সম্পাদক সাবেক ছাত্রলীগ সম্পাদক ফিরোজ আলী, সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রলীগ সভাপতি মুজিবুর রহমান মুজিব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এম.ফজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল হোসেন লালন প্রমূখ।

উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুমেন আহমদ’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের নব-গঠিত কমিটির সহ-সভাপতি আজমল হোসেন মিটু, তোফাজ্জুল হক সুমন, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) সাহান আহমদ, মোহাম্মদ আব্দুল কাদির, আব্দুল মমিন নাসির, তোহা চৌধুরী, মুহিবুর রহমান লিটু, যুগ্ম-সম্পাদক শাহ রুহেল, খলিল কামালী, সায়াদ আহমদ ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক ইসলাম উদ্দিন জসিম, জাহাঙ্গীর আলম জামাল, আমির খাঁন সাব্বির, গোলাম কিবরিয়া জগলু, ফরহাদ আহমদ, প্রচার সম্পাদক সজিব রায় দূর্জয়, দপ্তর সম্পাদক মো. মুন্না মিয়া, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সুজেল আহমদ তালুকদার, কলেজ ছাত্রলীগ নেতা হাসান আদিল, জুনায়েদ আহমদ জুনেদ, মাসুম হোসাইন, রুহেল আহমদ, কাওছার আলম রনি, মিসবাহ, তাহা আহমদ, পাপ্পু, কিং সুমন, সুমেল প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.