Sylhet Today 24 PRINT

অসহায় মানুষের চিকিৎসা সেবা নিয়ে টালবাহানা সহ্য করা হবে না: এমপি জয়া

দিরাই প্রতিনিধি |  ২৭ জুলাই, ২০১৭

দিরাই-শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা বলেছেন, সরকার প্রতিটি মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর, বিশেষ করে পাড়া-গাঁয়ের গরীব-দুখী মানুষের চিকিৎসা সেবা দিতে বন্ধ থাকা কমিউনিটি ক্লিনিক চালু করেছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) সকাল ১১টায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে ইপিআই প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দিরাই হাসপাতালকে ইতিমধ্যে প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের একান্ত প্রচেষ্টায় ৩০ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে। সেবার মান বাড়াতে আরো লোকবল নিয়োগ করা হবে। চিকিৎসা সেবা নিয়ে টালবাহানা সহ্য করা হবে না।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাসিবুর রহমান, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন চৌধুরী, মেডিকেল অফিসার সাবরিনা তালুকদার সনি, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, ইউ এফ পি ও সামসুদ্দিন খান, দিরাই প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সর্দার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.