Sylhet Today 24 PRINT

গ্যাসের লাইন থেকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালে আগুন, আহত ৬

নিজস্ব প্রতিবেদক |  ২৮ জুলাই, ২০১৭

সিলেটের কদমতলীতে অবস্থিত কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৬ জন।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১২ টার দিকে তাজমহল রেস্টুরেন্টের সামনের রাস্তায় হঠাৎ বিকট শব্দ হয়ে গ্যাস লাইনের পাইপ ফেটে মাটির নিচ থেকে আগুন বের হতে শুরু করে। এ সময় একটি মাইক্রোবাস, একটি সিএনজি ও একটি মোটরসাইকেল আগুনে পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে আরও জানা যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে সেখানে থাকা ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। আহতদের সবাইকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে, তারমধ্যে আলমপুর স্টেশনের ২টি ও তালতলা স্টেশনের ২টি।

ফায়ার সার্ভিস তালতলা স্টেশনের টিমলিডার নুরুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিলেট জালালাবাদ গ্যাস অফিসে বারবার ফোন দেওয়া হলেও তারা ফোন ধরে নি। গ্যাস লাইন বন্ধ করা হলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

কদমতলী বাস টার্মিনালের মুল সড়কে আগুন লাগার ঘটনায় টার্মিনাল থেকে কোন বাস ছেড়ে যেতে পারেনি।

জালালাবাদ গ্যাস অফিসের পক্ষ থেকে গ্যাস লাইন বন্ধ করে দেওয়ার পর দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। টার্মিনাল থেকে বাস চলাচলও স্বাভাবিক হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.