Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের ৯ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৮ জুলাই, ২০১৭

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় চা-শ্রমিকদের ভূমি অধিকার নিশ্চিতকরণ, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে কোটা ব্যবস্থা চালুকরণ ও চা-বাগানের ৮৫টি জনগোষ্ঠীকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্তকরণসহ ৯ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ জুলাই) সকাল ১১টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চা-শ্রমিক সন্তান মোহন রবি দাশ অবিলম্বে তাদের ৯ দফা দাবি মেনে নেওয়ার আহবান জানান। নয়তো আরো কঠিন কর্মসূচি তাঁরা পালন করবেন বলেও জানান।

উল্লেখ্য, চা-শ্রমিকের ৯ দফা দাবিতে একই সময় ঢাকা প্রেস ক্লাব, সিলেটের শহীদ মিনার, মাধবপুর, চুনারুঘাট, বাহুবল, হবিগঞ্জ, শ্রীমঙ্গল, শমশেরনগর, মুন্সীবাজার (রাজনগর), কুলাউড়াসহ ১৩টি স্থানে একযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.