Sylhet Today 24 PRINT

হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের আহবায়ক কমিটি গঠন

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ২৯ জুলাই, ২০১৭

সুনামগঞ্জের চলতি বোরো মৌসুমে ফসলহানির প্রতিবাদে বিভিন্ন শ্রেণি-পেশার নাগিরকদের সমন্বয়ে গঠিত ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ আন্দোলন’ সংগঠনের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে সংগঠনের এক সাধারণ সভায় ৪৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

সভায় সিদ্ধান্ত হয় সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট কমিটিতে আরো ৬জন সদস্য পরবর্তীতে কো-অপ্ট করা হবে।

কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, অধ্যাপক (অব.) চিত্তরঞ্জন তালুকদার, অ্যাড. স্বপন কুমার দাস রায়, বিজন সেন রায়, অধ্যক্ষ শেরগুল আহমদ, সদস্য সচিব বিন্দু তালুকদার, সদস্যরা হলেন- শীলা রায় ,সঞ্চিতা চৌধুরী, রমেন্দ্র কুমার দে মিন্টু, নৃপেশ তালুকদার নানু, শুখেন্দু সেন হারু, চন্দন রায়, মুক্তিযোদ্ধা মালেক হোসেন পীর, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, ডা. মুরশেদ আলম, নির্মল ভট্টাচার্য, অ্যাড. শেরেনুর আলী, অ্যাড. রুহুল তুহিন, পঙ্কজ কান্তি দে, অ্যাড. এনাম আহমদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, প্রভাষক এনামুল কবির, রুহুল আমিন, অ্যাড. খলিল রহমান, মাসুম হেলাল, এমরানুল হক চৌধুরী, মাহবুবুর রহমান পীর, জাহাঙ্গীর আলম, সালেহীন চৌধুরী শুভ, শাসম শামীম, রাজু আহমদ, প্রদীপ পাল, দেওয়ান গিয়াস চৌধুরী, অ্যাড. এ আর জুয়েল, মাহমুদুর রহমান তারেক, একে কুদরত পাশা, তারেক চৌধুরী, পুলক তালুকদার, সামির পল্লব, দিপাল ভট্টাচার্য, ওবায়দুল হক মিলন, শহীদ নূর আহমদ, গোলাম মাওলা তোহা, এইচ এম জাকারিয়া। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.