Sylhet Today 24 PRINT

সিলেটে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জুলাই, ২০১৭

সিলেট সদর উপজেলার লাক্কাতুরাস্থ মাঠে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির উদ্যোগে মাসব্যাপি ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ৯ টায় এ মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম রুকন উদ্দিন।

সোসাইটির কেন্দ্রীয় উপদেষ্ঠা মারিয়ানা চৌধুরী মাম্মির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, নারী উদ্যোক্তাদের আয়োজিত মেলায় নারীদের তৈরী পণ্য সামগ্রী প্রদর্শিত হবে। এতে এই মেলা নারীদের জন্য মিলন মেলায় পরিণত হবে। মেলার কার্যক্রমে নারীরা আর্থিকভাবে লাভবান হবে। যার ফলে তারা উদ্যোক্তা হিসেবে উৎসাহ পাবে।

আয়োজক সংগঠনের প্রধান নির্বাহী পরিচালক হিমাংশু মিত্রের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কর্মাসের সভাপতি হাসিন আহমদ, সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার সহকারি কমিশনার মুনাদির ইসলাম চৌধুরী, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন, সিলেট সুরমা ভ্যালির সভাপতি রাজিব গোয়ালা, লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান, ক্ষুদ্র ও কুঠির শিল্প মেলার পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়কারী এম এম মোনায়েম খাঁন বাবলু, তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির কেন্দ্রীয় সমন্বয়কারী আনিলা দাশ সেনগুপ্ত, নুরুন নহার বিবি, স্বপ্নম খাঁন, সমাজসেবী  হুমায়ূন আহমদ মাসুক, মাসুক আহমদ চা শ্রমিক পঞ্চায়েত প্রধান সিধুর লাল ।

এর আগে মাওলানা আবুল হাসিবের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন ইন্দ্রানী সেন।

অনুষ্ঠান শেষে সিলেটের সুনামধন্য শিল্পী শামীম আহমদ, সিয়াম ও বাউল সূর্যলাল গান পরিবেশন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.