Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে বনকর্মীদের উপর হামলা : আহত ৬

মৌলভীবাজার প্রতিনিধি  |  ২৯ জুলাই, ২০১৭

মৌলভীবাজারের সদর উপজেলার গোমড়া এলাকায় সামাজিক বনায়নের উপকারভোগী বাচাই সভায় বনকর্মীদের উপর হামলার ঘটনায় ৬জন আহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) বিকেলে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের গোমরা এলাকায় এ ঘটনা ঘটে।

বনবিভাগ সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গোমরা এলাকায় সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে সামাজিক বনায়নের উপকারভোগী বাচাই সভা চলছিলো। সভার এক পর্যায়ে স্থানীয় জবরদখলকারীরা সভায় উপস্থিত হয়ে বনকর্মীদের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। আত্মরক্ষায় বন কর্মীরা চার রাউন্ড ফাকা গুলি ছুড়েন। এঘটনায় উভয়পক্ষের ৬জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

আহতরা হলেন বনপ্রহরী মো. আনোয়ার হোসেন, শেখ শাহরিয়ার শান্ত, সুব্রত সরকার ও অপরপক্ষের আশিক মিয়াসহ তিন জন। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.