Sylhet Today 24 PRINT

বড়লেখায় বন্যার্তদের পাশে মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি

বড়লেখা প্রতিনিধি  |  ৩০ জুলাই, ২০১৭

মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের একদিনের বেতনের টাকা থেকে বড়লেখায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণসামগ্রি বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে বন্যাদুর্গত বড়লেখা উপজেলার বর্ণি ও তালিমপুর ইউনিয়নের ৫০০ পরিবারের মধ্যে ৩ লাখ ৬৪ হাজার টাকার এ ত্রাণসামগ্রি বিতরণ করা হয়।

ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবার ৫ কেজি চাল, আধা কেজি ডাল, ২ কেজি চিড়া, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ, আধা কেজি তেল, ১ কেজি লবন, ৬টি মোমবাতি, ১ ডজন দিয়াশলাই, ৬টি ওরস্যালাইন ও ৫০০ গ্রাম গুড় পেয়েছে।

দুপুরে বর্ণি ইউনিয়ন প্রাঙ্গণে ত্রাণ বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত সভায় ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার পল্লী বিদ্যুত সমিতির জিএম প্রকৌশলী শিবু লাল বসু।

বিশেষ অতিথি ছিলেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, কমলগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির পরিচালক কামাল উদ্দিন, ডিজিএম মোবারক হোসেন সরকার, বড়লেখা পল্লী বিদ্যুত গ্রাহক সমিতির পরিচালক রঞ্জিত কুমার দাস, বড়লেখার ডিজিএম সুজিত কুমার বিশ্বাস।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, পল্লী বিদ্যুত সমিতির এজিএম (প্রশাসন) খাইরুল বাশার, আরআই আশিকুর রহমান, ডিজিএম (প্রকৌশলী) আবু সায়েম, এজিএম (মেম্বার সার্ভিস) শ্যামল চন্দ্র ঘোষ, এজিএম (অর্থ) রহমত-এ-সোবাহান, আলাউদ্দিন (অপারেশন মেইন্টেন্স), সাবেক ইউপি সদস্য সুজিত চন্দ্র দাস প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.