Sylhet Today 24 PRINT

সিলেটে হরতালে ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে এ হরতাল ডাকা হয়

নিউজ ডেস্ক |  ১১ জানুয়ারী, ২০১৫

সিলেটে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শমসের মুবীন চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে  ডাকা হরতালের সকালে সড়কে টায়ার জ্বালিয়ে আগুন ও হাতবোমার বিষ্ফোরণ ঘটিয়েছে ছাত্রদল

সকাল ৮ টার দিকে কুমারপাড়া এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে জেলা ও মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।  পরে বেশ কয়েকটি হাতবোমার বিষ্ফোরণ ঘটিয়ে পুলিশ আসার আগেই পালিয়ে যায় ছাত্রদলকর্মীরা।


তবে সকাল ৯টা পর্যন্ত হরতালের পক্ষে কোন তৎপরতা দেখা যায়নি বিএনপি নেতাকর্মীদের।

সকাল থেকে নগরীতে রিকশা, অটোরিকশা ও হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে ভারী যান চলছেনা। সিলেট থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার বাস। তবে ট্রেণ চলাচল স্বাভাবিক রয়েছে।


নগরবাসীর নিরাপত্তায় প্রতিটি পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রয়েছে র‌্যাব ও বিজিবির টহল।
 
গত বৃহস্পতিবার রাতে ঢাকার বনানী থেকে গ্রেপ্তার করা হয় বিএনপি নেতা শমসের মুবীন চৌধুরীকে। এর প্রতিবাদে শুক্রবার সিলেট জেলা ও মহানগর বিএনপির এক যৌথসভা শেষে সিলেট জেলায় রোববার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষনা দেয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.