Sylhet Today 24 PRINT

ছাত্রলীগের দুই কর্মীর ওপর শিবিরের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৭ আগস্ট, ২০১৭

সিলেটের সোবহানীঘাট জালালাবাদ কলেজের সম্মুখে ছাত্রলীগের দুই কর্মী শাহিন আহমদ ও আবুল কালাম আসিফের ওপর শিবির ক্যাডারদের হামলার ঘটনার তাৎক্ষণিক মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিলেট মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার বিকেল ৪টার দিকে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় এ বিক্ষোভ মিছিল ও পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি হাসপাতাল এলাকার জরুরী বিভাগের সামনে থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রদক্ষিণ শেষে হাসপাতালের সম্মুখে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষারের পরিচালনায় উপস্থিত ছিলেন, মহানগর যুবলীগ নেতা সালেহ আহমদ লিমন, জেলা যুবলীগ নেতা দুলাল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি জিয়াউল হক জিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মঞ্জুর মোরশেদ অসীম, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ইমদাদুল হক জায়েদ, মহানগর ছাত্রলীগ নেতা এহিয়া আহমদ সুমন,  মহানগর ছাত্রলীগের সাবেক সহসম্পাদক জুবায়ের আহমদ,   সাবেক সদস্য কৃশোআর জাহান সৌরভ, আলী হোসেন আলম, ল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজ আহমদ, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য আলী হোসেন আলম, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সোহাগ আহমদ, ৫ নং ওয়ার্ড সভাপতি আহসান হাবীব শিপন, ১৪ ওয়ার্ড সভাপতি রাবির মুক্তাদির, মহানগর ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন মঞ্জু, আরিফুল শিহাব, আকাশ দেব।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শিবির ক্যাডাররা দিনে দুপুরে ছাত্রলীগের নিরীহ নেতকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এমন বর্বোরিচত ঘটনা নিশৃংসতার প্রমাণ দেয়। এসময় বক্তারা অবিলম্বে হামলার ঘটনায় জড়িত শিবির ক্যাডারদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। তা না হলে কঠোর আন্দোলনে যাবে ছাত্রলীগের নেতাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.