Sylhet Today 24 PRINT

খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপরে

হবিগঞ্জ প্রতিনিধি |  ১২ আগস্ট, ২০১৭

হবিগঞ্জে অব্যাহত বর্ষণ ও পাহাড়ি ঢলে খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার (১১ আগস্ট) সকাল থেকে শহরে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসায় পানি বাড়তে থাকে। সন্ধ্যার দিকে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। এতে শহরের লোকজনের মধ্যে আবারও আতঙ্ক দেখা দেয়।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পানি বাড়ার শুনে নবাগত জেলা প্রশাসক মনীষ চাকমা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে যান।

এ ব্যাপারে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তাওহিদুল ইসলাম বলেন, ‘শুক্রবার (১১ আগস্ট) রাত ১১টা পর্যন্ত খোয়াই নদীর পানি বিপদসীমার ১১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভারতের খোয়াই অংশে পানি কমছে। শনিবার সকালের দিকে পানি কমতে পারে। ইতোমধ্যে জেলা প্রশাসনসহ আমরা খোয়াই নদীর বাধ পরিদর্শন করেছি।’  
স্থানীয়রা জানান, খোয়াই নদীর পানি বেড়ে পাওয়ায় শহরের লোকজনের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.