Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আগুনে তেলবাহী লরি ভস্মিভূত

হবিগঞ্জ প্রতিনিধি  |  ১৩ আগস্ট, ২০১৭

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নুরপুরে তেলবাহী লরিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে লরিটি সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

পুলিশ জানায়, যমুনা অয়েল কোম্পানীর লরিটি হবিগঞ্জের রশিদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। লরিটি উল্লেখিত স্থানে পৌছলে মহাসড়কে গর্তে পড়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় লরিতে আগুন ধরে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস, হবিগঞ্জ ফায়ার সার্ভিস ও মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময় শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন ও একজন কর্মী আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সাজ্জাদুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অগ্নিকান্ডে আনুমানিক ৪ থেকে ৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.