Sylhet Today 24 PRINT

নদী উপচে কালিঘাট বাজারে ঢুকছে পানি

নিজস্ব প্রতিবেদক |  ১৩ আগস্ট, ২০১৭

সুরমা নদী উপচে সিলেট নগরীর সর্ববৃহৎ পাইকারী বাজার কালিঘাটে ঢুকতে শুরু করেছে পানি। রোববার বিকেল থেকে কালিঘাট বাজারে পানি ঢুকতে শুরু করে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

কালিঘাটের ব্যবসায়ীরা জানান, রোববার সকাল থেকেই নদীর তীর উপচে পানি প্রবেশ করতে শুরু করে। বিকেলের বৃষ্টিতে পানিতে তলিয়ে যায় বাজারের রাস্তাঘাট।

এদিকে, রোববার সন্ধ্যার পর আরেকদফা বৃষ্টি হয় সিলেটে। রাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

কালিঘাটের ব্যবসায়ী নিলাঞ্জন দাশ টুকু বলেন, রাতে বৃষ্টি হলে দোকানের ভেতরে পানি ঢুকে পড়বে। এতে দোকানের মালপত্র নিয়ে আমরা দুশ্চিন্তায় রয়েছি।

সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃষ্টি আরো দু'দিন অব্যাহত থাকতে পারে। উজান থেকে ঢলও অব্যাহত রয়েছে। ফলে বন্যা পরিস্থিতির আরো অবনতি হতে পারে। ইতোমধ্যে গোয়াইনঘাটসহ সিলেটের কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.