Sylhet Today 24 PRINT

গীতিকার কাশীনাথ দাসের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

সিলেটটুডে ডেস্ক |  ১৩ অক্টোবর, ২০১৭

শ্রীমদ্ভগাবত-এর কাব্যানুবাদক সমাজসংস্কারক ও গীতিকার কাশীনাথ দাস তালুকদারের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নগরীর মদন মোহন কলেজের শহীদ সোলেমান হলে কাশীনাথ স্মৃতি সংসদের আয়োজনে অধ্যাপক রতীশ চন্দ্র দাশ তালুকদারের সভাপতিত্বে ও কবি সঞ্জয় কুমার নাথের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ অধ্যাপক বিজিত কুমার দে বলেন, কাশীনাথ ছিলেন একজন অসাম্প্রদায়িক মানুষ, আজ আমরা জীবনবৃত্তান্ত নিয়ে আলোচনা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তিনি এমন কিছু কাজ করে গেছেন যার জন্য আমরা আজীবন থাকে অন্তরে লালন করে রাখব।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ।

বিশেষ আলোচক বক্তব্য রাখেন, কবি নৃপেন্দ্র লাল দাশ, লেখক মনোজ বিকাশ দেব রায়, ব্যাংকার নীরেশ চন্দ্র দাশ, সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী, আইডিয়া এর নির্বাহী প্রধান নজমুল হক, বাউল শিল্পি আব্দুর রহমান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রিজ এর পরিচালক মুকির হোসেন চৌধুরী, অধ্যক্ষ ননী গোপাল রায়, ব্যংকার গোপেশ চন্দ্র সূত্রধর।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কাশীনাথ দাস তালুকদারের পুত্র প্রনতেশ দাস তালুকদার।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাপন তালুকদার, বিনয়ভূষন তালুকদার, পার্থ তালুকদার।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.