Sylhet Today 24 PRINT

সংঘর্ষের পর ধর্মঘটে পরিবহন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক  |  ১৭ অক্টোবর, ২০১৭

সিলেটের কদমতলী বাস টার্মিনাল এলাকার একটি রেস্টুরেন্ট দখল নিয়ে সংঘর্ষের জেরে  বুধবার সকাল ৬টা থেকে সিলেট অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

মঙ্গলবার সন্ধ্যায় সিলেট পরিবহন মালিক, শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এ ধর্মঘটের ডাক দেন বলে জানান সিলেট জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিক।

সেলিম আহমদ ফলিক বলেন- ‘হামলাকারীরা যুবলীগ নেতা মহসিন কামরান, সোহেল খান, শামীম, দুলালের নেতৃত্বে এসে হামলা ও লুটপাট চালিয়েছে। তাজমহল হোটেলে ভাংচুর-লুটপাট করেছে। শ্রমিকদের উপর হামলার প্রতিবাদে এ পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।’

মঙ্গলবার দুপুরে টার্মিনালের তাজমহল হোটেল নামের একটি রেস্টুরেন্ট দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনুর রহমান শাহীনসহ ৫জন আহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.