Sylhet Today 24 PRINT

৭ মার্চের ভাষণের স্বীকৃতিতে সিলেট মহানগর ছাত্রলীগের আনন্দ মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ০৭ নভেম্বর, ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে ইউনেস্কো কর্তৃক বিশ্বের ঐতিহ্যের দলিল (ওয়াল্ডর্স ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দেওয়ায় আনন্দ মিছিল করেছে সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সোমবার বেলা ১টায় নগরের চৌহাট্টা এলাকা থেকে আনন্দ মিছিল শুরু হয়ে নগরের জিন্দাবজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্ট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষারের পরিচালনায় সাভাপতির বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান।

তিনি বলেন, এ অর্জন দেশবাসীর জন্য গৌরবের। বিশ্বের বুকে বাংলাদেশ এ অর্জনের ফলে আরও মাথা উচু করে দাড়িয়েছে।

আব্দুল আলিম তুষার বলেন, এ বিজয় আওয়ামী লীগ-ছাত্রলীগের একার নয়। এ বিজয় দেশ বাসীরা। সেই সব শহীদদের যাদের বিনিময়ে এ দেশের স্বাধীনতা অর্জন করা হয়েছে। এ বিজয় দেশের ১৬ কোটি জনতার।

এসময় উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস অনিকসহ মহানগর ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.