Sylhet Today 24 PRINT

অবৈধ পাথর উত্তোলন: কানাইঘাটে ৫ কিশোরের মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি |  ০৭ নভেম্বর, ২০১৭

সিলেটের কানাইঘাট উপজেলার বাংলা টিলা এলাকায় লোভা নদীর তীরে পাথর তুলতে গিয়ে মাটি ধসে ৫ কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আর এতে একজন আহত হয়েছেন।

নিহত পাঁচ কিশোরই স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী বলে জানা গেছে, যারা ভোরবেলা লুকিয়ে পাথর তুলতে গিয়ে এ ভূমিধসের শিকার হয়। এদের মধ্যে ৪জনের নাম নিশ্চিত হওয়া গেলেও এ জনের নাম এখনও জানা যায় নি।

নিহতরা হলো, জাকির (১৬), নাহিদ (১৩), শাকিল (১২) ও মারুফ (১৩)। এরা প্রত্যেকেই চান্দালা বাংলা টিলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে লোভা নদীর তীরবর্তী বাংলা টিলা এলাকায় চুরি করে পাথর তুলতে গেলে হঠাৎ করে পাহাড়ের গায়ে ভূমিধস দেখা দেয়। এতে ঘটনাস্থলেই মাটি চাপা পরে কিশোররা।

পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ চারজনের মৃতদেহ উদ্ধার করে, আরেকজনের মৃতদেহ উদ্ধারে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মুহাম্মদ শামসুল আলম সরকার জানান, বাংলাটিলা এলাকায় পাথর উত্তোলন নিষিদ্ধ থাকার পরেও এসকল কিশোররা চুরি করে পাথর উত্তোলন করতে যায়, আর অদক্ষতার কারণেই ভূমিধসের শিকার হয়।

সবকয়টি মৃতদেহ উদ্ধারে স্থানীয়দেরকে সাথে নিয়ে কাজ করছে কানাইঘাট থানা পুলিশ বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.