Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে শাহ মোস্তফা কলেজ লিংক রোড সম্প্রসারণের কাজ শুরু

মৌলভীবাজার প্রতিনিধি |  ১৬ নভেম্বর, ২০১৭

মৌলভীবাজার পৌর শহরের অভ্যন্তরীণ সড়ক প্রশস্তকরণের ধারাবাহিকতায় ১নং ওয়ার্ডের শাহ মোস্তফা কলেজ লিংক রোড সম্প্রসারণ কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) এ লিংক রোড সম্প্রসারণের কাজ শুরু হয়।

মেয়র ফজলুর রহমানের নেতৃত্বে পৌর পরিষদের প্রচেষ্টায় এবার শাহ মোস্তফা কলেজ এবং মৎস্য কার্যালয় এলাকার বাসাবাড়ির মালিকেরাও সাড়া দিয়ে নিজেদের দেয়াল ভেঙ্গে জমি ছেড়ে দিয়েছেন।

পৌরসভা সূত্রে জানা গেছে, আজ কমপক্ষে ২০-২৫টি বাসাবাড়ির দেয়া ভাঙ্গার কাজ শুরু হয়েছে।

এ ব্যাপারে মেয়র ফজলুর রহমান বলেন, আমরা শহরের অভ্যন্তরীণ রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নিয়েছি। এখন পর্যন্ত পৌর এলাকার অনেকগুলো রাস্তা প্রশস্ত করা হয়েছে। স্থানীয় অধিবাসীরাও আমাদের আহবানে সাড়া দিয়েছেন। এর ফলে শহরের অভ্যন্তরীণ সড়কগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তৈরি হচ্ছে বাইপাস রোড। যাতায়াত সুবিধা অনেকটা সহজ হয়ে যাচ্ছে। এলাকার গুরুত্ব বাড়বে, বাসাবাড়ির দামও বৃদ্ধি পাবে। আমরা আগামী পঞ্চাশ-একশ’ বছর সামনে রেখে কাজ করে যাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.