Sylhet Today 24 PRINT

এবার প্রশস্ত হচ্ছে নগরীর নয়াসড়ক-জেল রোড সড়ক

নিজস্ব প্রতিবেদক |  ১৭ নভেম্বর, ২০১৭

নগরীর বিভিন্ন সড়ক প্রশস্তকরণের ধারাবাহিকতায় এবার প্রশস্ত হচ্ছে নয়াসড়ক-জেল রোড সড়ক। নগরীর ব্যস্ততম এই সড়ক প্রশস্তকরণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। শুক্রবার প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

শুক্রবার বেলা ১২টার দিকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জেল রোড পয়েন্ট এলাকার উভয় পাশের রাস্তা প্রশস্থকরণ কাজ পরিদর্শন করেন।

এসময় সিসিক মেয়র বলেন, এ সড়কের প্রশস্থকরণ কাজ সম্পন্ন হলে নগরীর নয়াসড়ক, পূর্ব জিন্দাবাজ রোডে আর কোন যানজট থাকবে না।

 তিনি বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়কসহ ২৭টি ওয়ার্ডে বিভিন্ন রাস্তা প্রশস্থকরণ ও ড্রেনেজ সমস্যার সমাধান কাজ দ্রুত এগিয়ে চলছে। নগরীর নয়াসড়ক থেকে চৌহাট্টা, পুলিশ লাইন থেকে মীরের ময়দান সড়ক ও নয়াসড়ক থেকে জেল রোড সড়কের প্রশস্থকরণ কাজ সম্পন্ন হলে নতুন রূপে সাজবে এসব এলাকা। এছাড়া নয়াসড়ক থেকে চৌহাট্টা ও পুলিশ লাইন থেকে মীরের ময়দান ওয়ান ওয়ে রোডের মধ্যখানে নয়নাভিরাম গাছ লাগানো হবে। যা নগরবাসীর নজর কাড়বে।

পরে মেয়র নগরীর অন্যান্য এলাকার উন্নয়ন ও রাস্থা প্রশস্থকরণ কাজ পরিদর্শন করেন।

এসময় সিসিকের নির্বাহী  প্রকৌশলী আলী আকবর, শামছুল হক, উপ সহকারী প্রকৌশলী ইসমাইলুর রহমান উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.