Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য হলেন করুনাসিন্ধু তালুকদার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২০ নভেম্বর, ২০১৭

কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য স্বীকৃতি সরূপ ২০১৭ সালে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য নির্বাচিত হয়েছেন জামালগঞ্জ উপজেলা কমিউনটি পুলিশিং কমিটির সভাপতি ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ. কে. এম শহীদুল হক, বিপিএম, পিপিএম এর পক্ষে সোমবার দুপুরে সুনামগঞ্জ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে করুনা সিন্ধু তালুকদারের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।

সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্চন ঘোষের সঞ্চালনায় জেলা পুলিশের সমন্বয় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ,  দিরাই সার্কেলের অতিরিক্ত পুলিশ  সুপার মো. বেলায়েত হোসেন, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোক্তাদির হোসেন, ছাতক সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার দুলন মিয়া, জগন্নাথপুর সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মাহবুবুর রহমান, সুনামগঞ্জ সদর থানার ওসি মো. শহীদুল্লাহ, ডিআইও ওয়ান মো. আনোয়ার হোসেন মৃধা, জামালগঞ্জ থানার ওসি মো. আবুল হাসেম, তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি ও দৈনিক সুনামগঞ্জের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার, ফেনারবাঁক ইউপির প্যানেল চেয়ারম্যান আসাদ আলী, ইউপি সচিব অজিত কুমার রায়, ইউপি সদস্য আলী আহমদ, ব্যবসায়ী আব্দুল হক চৌধুরী প্রমুখ।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.