Sylhet Today 24 PRINT

৭ মার্চের ভাষণের স্বীকৃতি: গোলাপগঞ্জে বিভিন্ন কর্মসূচী পালন

গোলাপগঞ্জ প্রতিনিধি  |  ২৫ নভেম্বর, ২০১৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর মেমোরী অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় সিলেটের গোলাপগঞ্জে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করে উপজেলা প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।

জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন, সমাবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, আলোকচিত্র, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনসহ অন্যান্য অনুষ্ঠানমালারও আয়োজন করা হয়।

শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রহমান, মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা অভিজিৎ কুমার পাল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম ফজলুল হক শিবলি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব শফিকুর রহমান, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ও জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ তাউহীদ আহমদ, সমবায় অফিসার জামাল মিজ্ঞা, প্রাথমিক ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা পারভেস তালুকদার, গোলাপগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য জাহেদুর রহমান জাহেদ, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ গোলাপগঞ্জ উপজেলার সভাপতি আবু সুফিয়ান আজম, সাধারন সম্পাদক নাদিম মাহমুদ শিপলু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক বাবলু আহমদ, নির্বাহী কর্মকর্তা অফিসের সিও সঞ্জয় চক্রবর্তী প্রমুখ।

এদিকে গোলাপগঞ্জ পৌরসভার উদ্যোগেও সকাল ১১ টায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পৌর মেয়র সিরাজুল জব্বার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের আহবায়ক ওয়েছুর রহমান ওয়েছ, পৌর কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, এম ফজলুল আলম, জামিল আহমদ চৌধুরী, জবান আলী, এম আব্দুল জলিল, জামাল আহমদ জানাল, নাজিম উদ্দিন, মনোয়ারা ফেরদৌস মনাক্কা সহ পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.