Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে বিদ্যুতের খুটি স্থাপনের জেরে হামলা: আহত ৫

মোগলাবাজার প্রতিনিধি |  ২৬ নভেম্বর, ২০১৭

দক্ষিণ সুরমার মোগলাবাজারে বিদ্যুতের খুটি স্থাপনের জেরে এক পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকাল ৩টায় মোগলাবাজার থানার জালালপুরের ইসলামপুর মতি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন,হেলাল আহমদ ও তার পিতা জমির আলী, ভাই বোরহান উদ্দিন, রহিম উদ্দিন এবং বোন মিনা বেগম।

জানা যায়, প্রায় ৬ বছর পূর্বে জালালপুরের ইসলামপুর মতি গ্রামের নিকটে জমির আলীর পুত্র হেলাল আহমদ নতুন বাড়ি বানিয়ে বসবাস শুরু করেন। তার পার্শ্বে শমেসপুর গ্রামের বাবুল মিয়াও নতুন বাড়ি বানিয়ে আসেন। দীর্ঘদিন একসাথে বসবাসের ফলে তারা একে অন্যের প্রতিবেশী হয়ে উঠে। এক পর্যায়ে হেলাল মিয়া ও বাবুল মিয়া তাদের বাড়িতে বিদ্যুৎ আনার সব রকম ব্যবস্থা করেন।

এদিকে শুক্রবার বিকালে বিদ্যুৎ বিভাগের লোকজন বিদ্যুতের খুটি স্থাপনের জন্য ঐ এলাকায় যান । বিদ্যুতের খুটি কোথায় স্থাপন করা হবে এ নিয়ে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়। শেষ পর্যায়ে হেলাল মিয়া বলেন, যেখানে খুটি স্থাপন করলে দুজনেরই ভাল হবে সেখানেই খুটি স্থাপন করেন। কিন্তু বাবুল মিয়া এ সিদ্ধান্তে একমত না হওয়ায় এবং তার কথামত বিদ্যুতের খুটি না স্থাপন করায় তিনি হেলাল আহমদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে একইদিন বিকাল ৩টায় বাবুল মিয়া দাউদপুর গ্রামের মিরন মিয়া ও তার দলবল  ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হেলাল আহমদসহ পরিবারের সদস্যের উপর হামলা চালান। হামলাকারীরা তাদেরকে মৃত ভেবে মাটিতে ফেলে চলে যায়। এসময় তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা ঐ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে মোগলাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন হেলাল আহমেদর বোন মিনা বেগম।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোগলাবাজার থানার এসআই ফজলু জানান, অভিযোগের ভিত্তিতে বিয়ষটি তদন্তাদিন আছে। তদন্তশেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.