Sylhet Today 24 PRINT

তামাবিল স্থলবন্দরের শুল্ক হ্রাসের আশ্বাস অতিরিক্ত সচিবের

নিজস্ব প্রতিবেদক |  ২৬ নভেম্বর, ২০১৭

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম আব্দুর রউফ বলেছেন, ব্যবসায়ীরা অর্থনীতির প্রাণশক্তি। ব্যবসায়ীরা রাজস্ব প্রদান এবং কর্মসংস্থান সৃষ্টি করে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখছেন। তাই ব্যবসায়ীদের জন্য সরকার সবসময়ই আন্তরিক।

রবিবার বিকেলে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতাদের সাথে মতবিনিময়কালে অতিরিক্ত সচিব এসব কথা বলেন।

এসময় তিনি তামাবিল স্থলবন্দরের শুল্ক কমানো এবং আমদানি-রপ্তানিতে বিরাজমান ব্যাংকিং সংক্রান্ত সমস্যাবলী নিরসনে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সম্প্রতি শুল্ক স্টেশন থেকে স্থলবন্দরে উন্নীত হওয়া তামাবিলের অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে পাঁচদিন ধওে আমদানি রফতানি বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সাথে বৈঠকে তাই এ প্রসঙ্গটি উঠে আসে।

রোববার বিকেলে চেম্বার কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি খন্দকার সিপার আহমদ বলেন, সিলেট চেম্বার এতদাঞ্চলের ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং আমদানী-রপ্তানী বাণিজ্যের প্রসারে কাজ করে যাচ্ছে। তিনি সম্প্রতি পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে চালুকৃত তামাবিল স্থলবন্দরে অতিরিক্ত পোর্ট চার্জ গ্রহণের বিষয়টি তুলে ধরে আমদানী-রপ্তানীকারকদের কথা বিবেচনা করে তা সর্বনিম্ন হারে নির্ধারণের ব্যাপারে অতিরিক্ত সচিবের সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, ব্যবসায়ীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনার জন্য সিলেট চেম্বার থেকে প্রায়ই সচিবালয়ে যাতায়াত করতে হয়, কিন্তু চেম্বার নেতৃবৃন্দের জন্য সচিবালয়ের স্থায়ী পাস না থাকায় এতে অনেক সমস্যায় পড়তে হয়। তাই তিনি সিলেট চেম্বার নেতৃবৃন্দের জন্য সচিবালয়ের স্থায়ী পাস ইস্যূর ব্যাপারে অতিরিক্ত সচিব মহোদয়ের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি মাসুদ আহমদ চৌধুরী, পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদ, সাবেক সিনিয়র সহ সভাপতি শাহ্ আলম, সদস্য মঞ্জুর আহমদ, সরওয়ার হোসেন সেদু, ইলিয়াছুর রহমান লিপু।

এসময় উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ হিজকিল গুলজার, জিয়াউল হক, মোঃ সাহিদুর রহমান, মোঃ ওয়াহিদুজ্জামান (ভূট্টো), আমিরুজ্জামান চৌধুরী, এহতেশামুল হক চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, আব্দুর রহমান, মুজিবুর রহমান মিন্টু, সদস্য লিয়াকত আলী, রাজু চক্রবর্তী, মোস্তাফিজুর রহমান, মোঃ আবুল কালাম, মোঃ আনোয়ার হোসেন প্রমুখ।   

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.