Sylhet Today 24 PRINT

সামরিক শাসনের জঞ্জাল দূর করতে হবে

ডা. মিলন স্মরণসভায় বক্তারা

সিলেটটুডে ডেস্ক |  ২৭ নভেম্বর, ২০১৭

খুনি মোস্তাক, জিয়া, এরশাদ অবৈধ পন্থায় ক্ষমতা দখল করে সামরিক স্বৈরশাসন জারি করে বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা বিরোধী, জঙ্গি, আগুন সন্ত্রাসীদের হালাল করে, রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত করে। সামরিক শাসনের জঞ্জাল জঙ্গিবাদ আজ দেশ ও জাতির প্রধান শত্রু। জঙ্গি সন্ত্রাসীরা পূণরায় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত, সংবিধান বহির্ভূত পন্থায় সরকার পরিবর্তনে তাদের প্রচেষ্ঠা রুখে দিতে হবে। অবধৈ ক্ষমতা দখলের পথ রুদ্ধ করতে হবে এবং অবৈধ ক্ষমতা দখলকারীদের বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সামরিক শাসনের জঞ্জাল বিতাড়িত করার সংগ্রামে ডা. মিলন আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে চিরকাল।  

সিলেট জেলা ও মহানগর জাসদ আয়োজিত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সেনানী, নব্বই’র গণ অভূত্থানের মহান শহীদ ডা. শামসুল আলম মিলন স্মরণসভায় জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা জাসদ সভাপতি লোকমান আহমদ উপরোক্ত কথাগুলো বলেন।

সভায় বক্তারা স্বৈরাচার বিরধেী আন্দোলনে প্রকৌশলী-কৃষিবিদ-চিকিৎসকদের সংগঠিত করার কাজে, স্বৈরশাসক এরশাদের গণধিকৃত স্বাস্থ্যনীতি বিরোধী আন্দোলনে এবং চিকিৎসা পেশার মহান ব্রতকে পণ্যে পরিণত করার ষড়যন্ত্রকারী স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার বিরুদ্ধে ডাঃ মিলনের অগ্রনী ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

স্মরণ সভার শুরুতে অমর বিপ্লবী ফিদেল কাস্ত্রো, শহীদ ডাঃ মিলন, শহীদ আসাদ-বাচ্চু-মাসুদ-হারুন সহ গণতান্ত্রিক আন্দোলনে সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

জেলা জাসদের সভাপতি লোকমান আহমদের সভাপতিত্বে ও মহানগর জাসদ এর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ এর পরিচালনায় সোমবার বিকাল ৫ টায় নগরীর নজরুল একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদ সাধারণ সম্পাদক কে. এ. কিবরিয়া চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, জাসদ নেতা মহসিন আলী চুন্নু, উসমান গণি, মকবুল হোসেন, গোপেশ দেব, শামসুল আলম, মুকুল আহমদ পুতুল প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.