Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৭

বিয়ানীবাজার প্রতিনিধি |  ০২ ডিসেম্বর, ২০১৭

বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের লাউঝারি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন আহত হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- আব্দুল মুমিত (৩৫), আব্দুল বাতেন (৪০), হোসেন আহমদ (৫০), মারুফ আহমদ (২৮) সহ আরো তিন জন।

স্থানীয়রা জানান, লাউঝারি গ্রামের আব্দুল ওয়াদুদ ( দুদু) মিয়ার নিজ মালিকানাধীন বাঁশ জারে বাঁশ কাটতে গেলে তার ভাতিজা হোসেন আহমদ বাধা দেয় । কথা কাটা কাটির এক পর্যায়ে হোসেন আহমদের সাথে থাকা ছুরি দিয়ে আব্দুর ওয়াদুদ (দুদু) মিয়ার পুত্র আব্দুল মুমিতকে ছুরিকাঘাত করে। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। উভয়পক্ষের সাতজন আহত হন। আশংকা জনক অবস্থায় হোসেন আহমদ ও আব্দুল মুমিতকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আবুল কালাম আজাদ বলেন, আশংকা জনক অবস্থায় হোসেন আহমদ ও আব্দুল মুমিতকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের শরীরে ও মাথায় বেশ কয়েকটি আগাত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.