Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পাথর কোয়ারি নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষে সংঘর্ষ, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক |  ০৩ ডিসেম্বর, ২০১৭

সিলেটের জৈন্তাপুরে শিবপুর পাথর কোয়ারিতে আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

রোববার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় দিকে এ ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আহতদের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহত অবস্থার চারজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, কোয়ারির জমি দখল কেন্দ্র করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী এবং স্থানীয় দরবসত ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি কামাল আহমেদের বিরোধ চলে আসছিল। তারই জের ধরে রোববার উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল জাকির।

তিনি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল ও সাধারণ সম্পাদক লিয়াকত পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাথর ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশের উপস্থিতে বড় কোন দুর্ঘটনা ঘটেনি। এসময় ঘটনাস্থল থেকে পুলিশ দু’পক্ষের লোকজনকে সরিয়ে দিয়েছে। বর্তমানে সেখানে বিপুল পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে।

বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে সংঘর্ষের আশঙ্কায় গতকাল শনিবার (২ ডিসেম্বর) দুপুরে শিবপুর পাথর কোয়ারি এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.