Sylhet Today 24 PRINT

মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

মাধবপুর প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্য বিবাহ বন্ধ হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা পুলিশকে সাথে নিয়ে এ বাল্য বিবাহটি বন্ধ করেন।

এ বিষয়ে জান্নাত সুলতানা জানান, কাটিয়ারা গ্রামের হারাধন কর্মকারের স্কুল পড়ুয়া মেয়ে ও প্রেমদাময়ী বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রীর সাথে পার্শ্ববর্তী নাছিরনগর উপজেলার নাসিরপুর গ্রামের বর উত্তম ঘোষের সোমবার রাতে বিয়ের দিন ধার্য ছিল। কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ায় তিনি এ বিয়েটি বন্ধ করেন।

এসময় ঘটনাস্থলে গিয়ে তিনি মেয়ের বয়স না হওয়া পর্যন্ত পরিবার থেকে এ বিবাহ দিবে না বলে একটি মুছলেখা নেন। এ ঘটনা জানতে পেয়ে বরপক্ষ মধ্য রাস্তা থেকে বাড়ি ফিরে যায় বলে জানান এলাকাবাসী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.