Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে জালনোট সহ ৩ পাচারকারী আটক

চুনারুঘাট প্রতিনিধি |  ০৫ ডিসেম্বর, ২০১৭

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ২৪ হাজার টাকা জালনোট সহ তিন পাচারকারীকে আটক করেছেন পুলিশ।

সোমবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন গোপেশ ভৌমিক (৪০) হবিগঞ্জ সদর উপজেলার গঙ্গাচরণ ভৌমিক এর ছেলে, বানিয়াচং উপজেলার আবু মিয়ার পুত্র মুহিদ মিয়া (৩৫), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আ. ছুব্বান মিয়ার পুত্র সুহেব আলী (৪০)।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. আজমিরুজ্জামান এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সোমবার রাত ১০টার দিকে পাচারকারীদের আটক করা হয়।

তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, উপজেলার শাকির মোহাম্মদপুর এলাকার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জালনোট পাচারের সময় আমাদের থানার এসআই আতিকুল আলম ও এএসআই কমল রায় এর নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীদের আটক করেছেন। আটককৃতদের নিকট থেকে ২৪ হাজার টাকা জালনোট জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সময়ে আটককৃতদের হবিগঞ্জ জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.