Sylhet Today 24 PRINT

সিলেটে রেলওয়ের শিডিউল বিপর্যয়

টানা অবরোধে বাস চলাচল কমে যাওয়াতে বেড়েছে ট্রেনের যাত্রী

সিলেটটুডে প্রতিবেদন  |  ১৩ জানুয়ারী, ২০১৫

টানা অবরোধে বাস চলাচল কমে যাওয়াতে বেড়েছে ট্রেনের যাত্রী । দুরপাল্লার চলাচলে সিলেট রেলওয়ে ষ্টেশনে যাত্রীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে দ্বিগুন-কিংবা তিনগুন বেড়ে গেছে । অতিরিক্ত যাত্রীর চাপ আর নাশকতার আশংকায় ঘটছে প্রতিটি ট্রেনের শিডিউল বিপর্যয় । এ অবস্থায় রেললাইনে পর্যাপ্ত নিরাপত্তা আর অতিরিক্ত বগি সংযোজনের দাবী সাধারন যাত্রীদের।

সিলেট রেলওয়ে ষ্টেশনের মঙ্গলবার ভোরে গিয়ে দেখা যায়  রাত দশটায় পৌঁছার কথা থাকলেও ঢাকা থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস সিলেট এসে পৌছেছে আট ঘন্টা পর। আন্ত:নগর কালনী এক্সপ্রেস ভোর পৌনে সাতটায় সিলেট ছাড়ার কথা থাকলেও তার জন্য অপেক্ষা করতে হচ্ছে সকাল ৯টা অব্দি । একই অবস্থা ঢাকা ও চট্টগ্রাম রুটের প্রতিটি আন্ত:নগর এবং লোকাল ট্রেনের।

যাত্রীরা জানান, ভিড়ের কারনে টিকিটের জন্য রীতিমত যুদ্ধ করতে হচ্ছে তাদের।
কেউ কেউ টিকিট পেলেও কখন গন্তব্যে পৌঁছাতে পারবেন তা নিয়ে পড়েছেন অনিশ্চয়তায়। আর পথে দুর্ঘটনার আশংকাও তাডিয়ে বেড়াচ্ছে যাত্রীদের ।

তবে, দুর্ঘটনা রোধে বিশেষ ব্যবস্থায় রেললাইন পর্যবেক্ষন করা হচ্ছে বলে জানায় সিলেট রেলওয়ে কর্তৃপক্ষ । তবে এই মুহুর্তে নতুর বগি সংযোজন করা হচ্ছেনা বলে জানান সিলেট রেলওয়ে ষ্টেশনের এই কর্মকর্তা ।






টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.