Sylhet Today 24 PRINT

ছাতকের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনে এমপি মানিক

ছাতক প্রতিনিধি |  ১২ জানুয়ারী, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

শুক্রবার (১২ জানুয়ারি) উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও এবং গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ব্রাহ্মণগাঁও-চানপুর এলাকার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা  পরিদর্শন ও ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে ব্যাপারে স্থানীয়দের আশ্বস্ত করেন তিনি।

এসময় তিনি নদী ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সুপারিশ করেন। এখানের সুরমা নদী ও বটেরখালের ভয়াবহ ভাঙ্গনে বসতবাড়ি, ফসলী জমি ও মসজিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নদী গর্ভে বিলীন হওয়ার বিষয়টি পানি সম্পদ মন্ত্রীর সাথে আলোচনা করে এর সুষ্ঠু ব্যবস্থা গ্রহণের কথা বলেন।

এসময় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত মুক্তিরগাঁও এলাকার ভুক্তভোগী লোকজন জানান, সুরমা নদীর ভাঙ্গনে মুক্তিরগাঁওসহ এলাকার ৮টি গ্রামের মানুষ বসতভিটে ও বহু ফসলী জমি হারিয়ে এখন নিঃস্ব অবস্থায় রয়েছে। অব্যাহত নদী ভাঙ্গনের কারণে রাস্তাঘাট বারবার সুরমার পেটে চলে যাওয়ায় এলাকার মানুষ বর্ষায় অনেকটা বন্দি অবস্থায় কাটাতে হয়। এদিকে শহরের বৌলা ও মুক্তিরগাঁও গ্রামের মধ্যবর্তী হাওরের কয়েকশো একর জমি ইতিমধ্যেই নদীগর্ভে চলে গেছে।

বর্তমানে ভাঙ্গন প্রক্রিয়া অব্যাহত থাকায় শহরের বিদ্যুৎ কেন্দ্রসহ গোটা শহর হুমকির মুখে পড়েছে। নদী ভাঙ্গন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া না হলে মুক্তিরগাঁওসহ ছাতক শহর মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। বটেরখালের ভাঙ্গনে অসংখ্য বাড়িঘর ও রাস্তা বিলীন হয়ে গেছে।

নদী ভাঙ্গন এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড সিলেট ব্যুরোর তত্বাবধায়ক প্রকৌশলী শহিদুল ইসলাম, সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী আবু বকর সিদ্দিকী ভূঁইয়া, ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উলাহ খান, সমবায় অফিসার বিজিত রঞ্জন কর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকায়স্থ, আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা খালেদ হাসান, চরমহলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল হক, আওয়ামীলীগ নেতা অজয় দত্ত, মন্তাজ আলী, কালারুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি, ইউপি সদস্য ফজলু মিয়া, গোবিন্দগঞ্জ অনার্স কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন, ছাত্রলীগ নেতা মাহবুব আলম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.