Sylhet Today 24 PRINT

সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : এমএ মান্নান

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০১৮

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম.এ মান্নান বলেছেন- সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ নিতে চলেছে এই অগ্রযাত্রা রুখে দেয়া যাবে না। এখন সময় বাংলাদেশের অগ্রযাত্রার। এই ধারায় আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ। এই অগ্রযাত্রা থামিয়ে রাখা যাবে না।

শুক্রবার বিকেলে স্থানীয় একটি রেষ্টুরেন্টে সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি’র অভিষেক অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি’র সভাপতি মেহেদী কাবুলের সভাপতিত্বে অনুষ্টানে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মাওলানা রশিদ শাহীন।

এসময় প্রতিমন্ত্রী আরো বলেন, মুদ্রন ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সিলেটের ব্যবসায়ীরাও এর ব্যতিক্রম নন। সিলেট কে ঘিরেই বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখে। সিলেটের উন্নয়নের মাধ্যমে আমরা জাতীয় উন্নয়নকে এগিয়ে নিচ্ছি।

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি’র অভিষেক উদযাপন কমিটির সদস্য সচিব কামাল আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি সিলেট কমার্স অব ইন্ডাস্টিজের সভাপতি খন্দকার সিপার আহমদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদস্য বিদায়ী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনির উদ্দিন চৌধুরী, বর্তমান কমিটির সাধারন সম্পাদক আমিনুল হক বেলাল, সহ সভাপতি গোলাম কিবরিয়া মাসুক, কোষাধ্যক্ষ মিছবাহ আহমদ। এসময় উপস্থিত ছিলেন- সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্টির পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট কুশিয়ারা লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন সামসুল আলম খান, সাধারণ সম্পাদক গৌতম লাল দত্ত,বিদায়ী কোষাধ্যক্ষ গোলাম মাওলা চৌধুরী ইমু।

অনুষ্ঠান শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি। নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন সভাপতি মেহেদী কাবুল (গ্রাফিক্স ওয়ার্ল্ড), সহ-সভাপতি গোলাম কিবরিয়া মাসুক (সোনার বাংলা প্রেস), প্রদীপ রঞ্জন দাস (আর.আর অফসেট প্রেস), সাধারণ সম্পাদক আমিনুল হক বেলাল (উদয়ন অফসেট প্রেস), সহ-সাধারণ সম্পাদক কামাল আহমদ (মীম অফসেট প্রেস), সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম (মৌলভী প্রিন্টিং প্রেস), সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রেজু (রেজু প্রিন্টার্স), কোষাধ্যক্ষ মিছবাহ আহমদ (ইমন অফসেট প্রেস), সহ-কোষাধ্যক্ষ গোলাম আজম (পদ্মা প্রিন্টার্স), প্রচার সম্পাদক আক্তার আহমদ (মিলন অফসেট প্রেস), কার্যনির্বাহী সদস্য মো. মনির উদ্দিন চৌধুরী (অনুপম অফসেট প্রেস), তারেক আহমদ (ইলেক্ট্র অফসেট প্রেস), শাহিনুর রশীদ (শাহীন অফসেট প্রেস), রঞ্জিত দেবনাথ (কোম্পানীগঞ্জ অফসেট প্রেস), শহীদুল ইসলাম (রূপালী অফসেট প্রেস)।

অনুষ্টান শেষে অভিষেক উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.