Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ২ দিনব্যাপী সিলেটি উৎসব সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১২ জানুয়ারী, ২০১৮

‘আসুন শুনি সিলেটের জয়ধ্বনি’ শ্লোগান নিয়ে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দুই দিনব্যাপী সিলেটি উৎসব আয়োজন সম্পন্ন করেছে সাংস্কৃতিক সংগঠন ধামালী। শুক্রবার চুনারুঘাট উপজেলা চত্বরে এই উৎসব আয়োজন সমাপ্ত হয়।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাইজার মো. ফারাবী, অধ্যাপক ডা. ফারুক খান, হেলিওস হোল্ডিং কো. লি. এর ডিরেক্টর মো. আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মো. কামরুল ইসলাম প্রমুখ।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, সিলেট মহানগর হাসপাতালের ব্যবস্থাপক মাসুদ আহমেদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ। এছাড়ার ধামালীর নিজস্ব শিল্পী নাছিরসহ আরোও অনেকই।

সংগঠনের ধামালীর সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদ জানান, সিলেটি উৎসবকে এই এলাকার নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরতে সাজানো হয়। দুইদিন ব্যাপী উৎসবে পরিবেশিত হয় ধামালি নাচ, বৌ নাচ, পুঁথি পাঠ, কিচ্ছা, ঘেঁটু নাচ, সিলেটি বিয়ের গীত, সিলেটি সংস্কৃতি নিয়ে ফ্যাশন শো, লাঠি নাচ, ঝুমুর নাচ, মনিপুরী নাচ।

তিনি আরও জানান, সিলেট অঞ্চলের ১২ জন সাধক, বাউল, শিল্পী, গীতিকার ও মরমি কবির গানও পরিবেশন করা হয় উৎসবে। এরা হলেন, শাহ আব্দুল করিম, হাসন রাজা, রাধারমণ, শেখ ভানু, দুরবিন শাহ, শিতালং শাহ, হেমাঙ্গ বিশ্বাস, আরকুম শাহ, ক্বারি আমির উদ্দিন, শেখ ওয়াহিদ, এ কে আনাম ও সুবীর নন্দী।

উৎসবে সিলেট বিভাগের প্রখ্যাত ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, ক্রীড়াবিদ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.