Sylhet Today 24 PRINT

গোয়ালাবাজারে তিন শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ

ওসমানীনগর প্রতিনিধি |  ২১ জানুয়ারী, ২০১৮

সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান গুলো হচ্ছে, গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রী কলেজ, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় ও হযরত শাহ্ জালাল (র.) সিনিয়র আলিয়া মাদ্রাসা।

শনিবার (২০ জানুয়ারি) জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে বিভিন্ন সূচকের মান নির্ণয় করে উপজেলা পর্যায়ে গঠিত মূল্যায়ন কমিটি এই তিন শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে নির্বাচন করা হয়।

এছাড়া গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল মুকিত আজাদ, সিকন্দরপুর আবদুল হাফিজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন সূত্রধর, শাহজালাল সিনিয়র আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আমিরুল ইসলাম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের অপর্ণা চৌধুরী ও সিকন্দরপুর আবদুল হাফিজ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শামছুল আলম শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

গোয়ালাবাজার আদর্শ মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী স্বর্ণালী দাশ স্বর্ণা, নূর মিয়া বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী অনুপমা দাশ মুক্তি শ্রেষ্ঠ শিক্ষার্থী হিসেবে মূল্যায়িত হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, গোয়ালাবাজারের তিনটি শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ হবার বিষয়টি রোববার নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.