Sylhet Today 24 PRINT

কানাইঘাটে আব্দুল্লাহ হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

সিলেটটুডে ডেস্ক |  ১০ জুন, ২০১৫

কানাইঘাট উপজেলার আব্দুল্লাহ মিয়া হত্যা মামলায় মুজম্মিল আলী (৪২) নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
 
বুধবার(১০ জুন’২০১৫) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মোহম্মদ ওয়ালিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
 
দণ্ডপ্রাপ্ত মুজম্মিল আলী কানাইঘাট উপজেলার ময়না পাহাড় গ্রামের কদুরত আলীর ছেলে। তিনি বর্তমানে পলাতক রয়েছেন। নিহত আব্দুল্লাহ মিয়া একই গ্রামের রুপা মিয়ার ছেলে।

মামলার বিররণীতে জানা যায়, ২০০৮ সালের ১ মার্চ সন্ধ্যায় আব্দুল্লাহ মিয়া পাওনা টাকা চাইতে মুজম্মিল আলীর বাড়িতে যান। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মুজম্মিল কাঠের টুকরা দিয়ে আব্দুল্লাহর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। হত্যাকাণ্ডের পর রাতেই বাড়ি ছেড়ে পালিয়ে যান মুজম্মিল।

এ ঘটনার এক সপ্তাহ পর ৮ মার্চ নিহতের পিতা রুপা মিয়া বাদী হয়ে কানাইঘাট থানায় মুজম্মিলকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা কানাইঘাট থানার উপপরিদর্শক (এসআই) হিল্লোল রায় ওই বছর ২৭ জুন মুজম্মিলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি (এপিপি) মোস্তফা দিলোয়ার আল আজহার বলেন, দীর্ঘ শুনানির পর আদালতে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক এ রায় ঘোষণা করেন। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এমএ মালিক শাহিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.